আরণ্যক রাজস্থান
অরীন্দ্র দে
রাজস্থান রাজপুতদের বীরত্বের ইতিহাস সমৃদ্ধ একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন গন্তব্য, রাজ্য। মোগল যুগ থেকে ভারত-পাকিস্তান পর্যন্ত, রাজস্থান অনেক যুদ্ধ প্রত্যক্ষ করেছে, লড়েছে। তবে এইবারে আমদের ভ্রমণসূচি ছিল রাজস্থানের অরণ্যানীতে।
ঐতিহাসিক রণথম্বোর দুর্গের নামানুসারে রণথম্বোর ন্যাশনাল পার্ক; সেখান থেকে আমাদের যাত্রা শুরু। রাজস্থানের রণথম্বোর জাতীয় উদ্যানের আয়তন ১৩০০ বর্গ কিলোমিটার; তার উত্তরে বনাস নদী আর দক্ষিণে চম্বল নদী। চম্বল যমুনার প্রধান উপনদী এবং দূষণমুক্ত; তাই কুমীর, ঘড়িয়াল, আট প্রজাতির কচ্ছপ, নদী ডলফিনের দেখা মেলে। পাখিদের মধ্যে থাকে বিপন্ন প্রজাতির Indian skimmer (Indian scissors-bill/Rynchops albicollis), Black-bellied Tern (Sterna acuticauda), Lesser Whistling Duck (Dendrocygna javanica), Black-necked stork ((Ephippiorhynchus asiaticus)।
অভয়ারণ্যে দশটি জোন; তার মধ্যে এক থেকে পাঁচ নম্বর জোন সর্বাধিক জনপ্রিয় কারণ এই অঞ্চলগুলিতে বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ছয় নম্বর জোন বনের সবচেয়ে সুন্দর অংশ হিসাবে বিবেচিত হয়। রণথম্বোরে বেঙ্গল টাইগার (Panthera tigris tigris), ভারতীয় লেপার্ড (Indian leopard/Panthera pardus fusca), নীলগাই (Boselaphus tragocamelus; নামে গাই হলেও এটি আদতে এন্টেলোপ), কৃষ্ণসার (Blackbuck/Antilope cervicapra), চিঙ্কারা (chinkara/ Indian gazelle/Gazella bennettii), চৌসিঙ্গা (chousingha/Four-horned antelope/Tetracerus quadricornis), বন্য শূকর (Indian boar/ Moupin pig/Sus scrofa cristatus), চিতল ( cheetal/ spotted deer/Axis axis), সম্বর (sambar/Rusa unicolor), ভারতীয় মুন্টজ্যাক (Barking Deer/Southern red muntjac/Muntiacus muntjak), ভারতীয় শিয়াল (Indian jackal/Canis aureus indicus), চিতাবাঘ Asiatic cheetah (Acinonyx jubatus venaticus), ভাম (Asian palm civet /Paradoxurus hermaphroditus), বেজি (Indian grey mongoose/ Asian grey mongoose /Urva edwardsii) ছাড়াও বাঘ রয়েছে প্রায় সত্তরটি।
এর সঙ্গে যোগ করুন ছোট বেজি (small Indian mongoose/Urva auropunctata), Long-eared Hedgehog (Hemiechinus auritus), কাঠ বিড়ালি (Indian palm squirrel/ three-striped palm squirrel/Funambulus palmarum), সজারু (Indian crested porcupine/Hystrix indica), ভারতীয় খরগোশ ( Indian hare/ black-naped hare/Lepus nigricollis), মেঠো ইঁদুর (Greater bandicoot rat/ Indian bandicoot rat/Bandicota indica), ছোট মেঠো ইঁদুর (Indian Mole Rat/Lesser Bandicoot-rat/ Bandicota bengalensis), মধু ভোঁদড় (Honey badger /Mellivora capensis), ভাল্লুক (Indian bear/sloth bear/Melursus ursinus)। রণথম্বোরে আমাদের পাঁচটি সাফারি ছিল, তার মধ্যে দীপাবলির দিনে বাঘ দেখার সৌভাগ্য হয়েছিল। বাঘের সাথে আমরা ভাল্লুকও দেখেছি যা প্রায় বিরল।
রণথম্বোরে অনেক হোটেল আছে। আমরা ঝুমার বাউরি (RTDC Hunting Castel)-এ ছিলাম। এটির পরিবেশ চমৎকার। আমার একজন ফেসবুক বন্ধু শ্রীবিষ্ণু সিং রাঠোর যিনি নিজেও একজন গাইড, তাঁর একটি ভালো হোটেল 'রাজপুতানা হেরিটেজ' আছে। তিনি একজন চমৎকার হোস্ট। রণথম্বোরে এক রাত শ্রী রাঠোরের হোটেলে আতিথেয়তায় কাটিয়েছিলাম এবং দুই রাত ঝুমার বাউরিতে ছিলাম। রণথম্বোর থেকে আমরা ভরতপুর কেওলাদেও জাতীয় উদ্যানে চলে আসি, যা হাজার হাজার আবাসিক এবং পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। রণথম্বোর থেকে ভরতপুর সড়কপথে প্রায় চার ঘণ্টার রাস্তা। কেওলাদেও জাতীয় উদ্যান ভরতপুর পক্ষী অভয়ারণ্য নামে বেশি পরিচিত।
কেওলাদেও ন্যাশনাল পার্ককে ১৯৮৫ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। গাঙ্গেয় সমভূমিতে পার্কের অবস্থান এটিকে বক, সারস ও পানকৌড়ির জন্য একটি অতুলনীয় প্রজনন স্থান করে তোলে। সেখানে দেখলাম পিয়াং হাঁস (Gadwall/Mareca strepera), পরিযায়ী বেলচা হাঁস (Northern shoveler / Spatula clypeata), পাতি তিলিহাঁস(Eurasian teal/common teal/Anas crecca), ধলা বালিহাঁস (cotton pygmy goose or teal /Nettapus coromandelianus), কালো হাঁস (Tufted duck/Aythya fuligula), দাগি রাজহাঁস (Bar-headed goose/Anser indicus), পানকৌড়ি (Indian cormorant/ Indian shag/Phalacrocorax fuscicollis), বন বাটান (wood sandpiper/Tringa glareola), সবুজ বাটান (green sandpiper/Tringa ochropus), বড় পানকৌড়ি (darters/snakebirds /Anhinga melanogaster), গগণবেড় (spot-billed pelican/ gray pelican/(Pelecanus philippensis),বড় গগণবেড় (great white pelican/Pelecanus onocrotalus), শামুকখোল (Asian openbill/ Asian openbill stork/Anastomus oscitans), বাটান (Common sandpiper /Actitis hypoleucos), কালোমাথা কাস্তেচরা (Black-headed ibis/ (Threskiornis melanocephalus), সারস (sarus crane/Antigone antigone), খুন্তে বক (Eurasian spoonbill/Platalea leucorodia), Greater Flamingo (Phoenicopterus roseus) , রঙ্গিলা বক (painted stork/Mycteria leucocephala)।
পার্কে ঘোরাঘুরি করার জন্য একজন গাইড এবং ই-রিকশা ভাড়া নিতে পারেন।
পরবর্তী গন্তব্য লেপার্ডের জন্য বিখ্যাত জাওয়াই। ধারণা করা হয় এখানে প্রায় ৫০-৬০টি লেপার্ড বাস করে। যোধপুরের মহারাজা উমেদ সিং জাওয়াই বাঁধের ভিত্তি স্থাপনে সাহায্য করেছিলেন যা বাঁধের কাঠামোর চেয়ে অনেক বড়। এটি আশেপাশে বসবাসকারী সমস্ত মানুষ এবং প্রাণীদের আবাসস্থল হয়ে উঠেছে। এটি পশ্চিম রাজস্থানের বৃহত্তম বাঁধ এবং যোধপুর এবং পালি জেলার কিছু অংশে জল সরবরাহ করছে। জাওয়াই-এর ভূগোল খুবই মনোমুগ্ধকর এবং প্রত্যন্ত রাজস্থানের অনুভূতিদাতা। লেপার্ড দেখার জন্য পাহাড়ের চূড়ায় যাত্রা অত্যন্ত রোমাঞ্চকর। জাওয়াই-এ খোলা আকাশের নিচে কিছু পাহাড়ের চূড়ায় বনফায়ার জ্বালানোর বিশেষ অভিজ্ঞতাও ভালো লাগে। একটি প্রায় পূর্ণবয়স্ক এবং দুটি শাবকসহ একটি মা চিতাবাঘকে দারুণভাবে দেখেছি। জাওয়াইতে আমরা মনোহর ফার্মস্টেতে ছিলাম; আমাদের গাইড শ্রী রাজেন্দ্র সিং একজন চমৎকার যুবক।
শেষ গন্তব্য ছিল উদয়পুর। জাওয়াই থেকে উদয়পুর যাওয়ার সময় নাহারগড় দুর্গ এবং হলদিঘাটি যুদ্ধক্ষেত্র পরিদর্শন করা যায়। চিতোরগড় দুর্গ উদয়পুর থেকে একটি দিনের সফর। চিতোরগড় দুর্গে ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে আছে বিজয় স্তম্ভ এবং রানি পদ্মাবতীর প্রাসাদ। আমরা শহর ভ্রমণে একদিন কাটিয়েছি - দেখার জায়গাগুলি হল রানা প্রতাপ স্মৃতিসৌধ, কর্ণিমাতা মন্দির, সহেলি কি বাড়ি, গুলাববাগ, লেক পিচোলা, লেক ফতেসাগর, উদয়পুর সিটি প্যালেস।
খেয়াল রাখার যে রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (আরটিডিসি)-এর ওয়েবসাইট থেকে রণথম্বোর সাফারি অনলাইনে বুক করতে হবে। দুটি সাফারির সময় রয়েছে, সকাল সাতটা থেকে সাড়ে দশটা এবং দুপুর দুটো থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত।
ভরতপুর বার্ড পার্ক সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে।
জাওয়াই সাফারির সময় সকাল ছটা থেকে দশটা এবং বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা।
ভ্রমণ শুধুমাত্র নেশা বা ভালোলাগা নয়, ওইটাই জীবন পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানিতে কর্মরত অরীন্দ্র দে-র কাছে। ভালোবাসেন মাউন্টেনিয়ারিং-ও। একাধিক হাই অল্টিটিউড ট্রেকের অভিজ্ঞতা রয়েছে। মাউন্ট ভাগীরথী(২) সফল অভিযানটির একজন সদস্য ছিলেন। ছবি তুলতে ভালোবাসেন। জীবনে অন্তত একটা রাত স্পেসস্টেশনে কাটানোর স্বপ্ন দেখেন।