আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
আপনার নাম -
ই-মেল আই.ডি.-
আপনার মন্তব্য -
সিকিউরিটি কোড -
Ami ai site a notun.apnar dharabahik lekhati prothom porbo theke pore aschhi.apnar lekhai protiti dhaper kotha ullekh thakai porte suru korlei chokher samne sob kichhu jibonto fute uthchhe.dhannobad ei mojar lekha upohar debar jonno.
- abdur rahaman [2016-06-10]
Dhanyabad Shyamalendubikas Sarkar Babu, apnar bhalo lagchhe jene amaro besh bhalo lagchhe, utsahito hochchio bolte paren. Apnara porle amader lekha sarthok hay. Bhalo thakben.
- Subir Kumar Roy [2015-06-30]
Purano bhramankatha porte amar bhaloi lage,bhalo legechheo.Sekaler damgulo aaj abiswasyo bole mone hoy.Apni likhte thakun.amra porte thaki.Namaskar neben.
- Shyamalendubikas Sarkar [2015-06-29]
Subirbabu, aapnaar opor voyanok chote gechhi aami. aamar lekhatay valo-mondo kono comment-i nei keno? aamar aager lekhata pore mukh-mejaj paanse hoye giyechhilo bole ki amar aar kono lekhai porben na...jobab chai
- Kanchan Sengupta [2015-06-10]
পড়ে আশ্বস্ত হলাম, সেই সাথে ভালোও লাগলো। প্রতিদিন অনেকেই নতুন সভ্য হওয়ার জন্য আবেদন করেন। আমার তো মনে হয় অনেক সুখ্যাতি-সম্পন্ন পত্রিকার থেকে আমাদের এই "আমাদের ছুটি" পত্রিকার সভ্য সংখ্যা অনেক, অনেক বেশী। পত্রিকাটি যেহেতু একান্তই ভ্রমণ সংকান্ত, আশা করা যায় যাঁরা দেশ-বিদেশে ভ্রমণ করেন, যাঁরা কাছে পিঠে ঘোরেন, বা যাদের মনে সুপ্ত বাসনা থাকলেও অর্থনৈতিক, শারীরিক, বা অন্যান্য বিভিন্ন কারণে ভ্রমণের আনন্দ থেকে বঞ্চিত, সকলেই পত্রিকার লেখা ও ছবির থেকে ভ্রমণের আনন্দ খুঁজবেন। নিজেদের ভ্রমণের অভিজ্ঞতা, সে মধুর, তিক্ত, বা ভয়ঙ্কর, যাই হোক না কেন, অন্যান্য সকলের সাথে ভাগ করে নেবেন। তা নাহলে ভ্রমণ পত্রিকার সার্থকতা কোথায়? এই পত্রিকার সভ্যদের মধ্যে এই জিনিসটির বড়ই অভাব। আমরা নিজেদের ভ্রমণ পিপাসু বলে পরিচয় দিয়ে থাকি, কিন্তু রোজ যতজন ফেসবুক খুলি, লাইক করি, বা মতামত জানাই, সারা বছরে তার সিকিভাগ বারও মুল পত্রিকা খুলি কী? বোধহয় না।
- সুবীর কুমার রায়। [2015-06-04]
সুবীরবাবুকে জানাই, অবস্থাটা হয়তো ততটা হতাশাব্যঞ্জক নয়, ওয়েব সার্ভারের তথ্য অনুযায়ী গত এই ক'দিনে ধারাবাহিকের কেদারনাথ পর্বটি দেখেছেন ৩৪৬ জন। আর আগের সংখ্যাটি প্রকাশের তিন মাস পরেও গত মাসে বদ্রীনাথ পর্ব দেখেছেন ৬৭ জন। তবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সরাসরি মন্তব্য করতে আমরা বাঙালিরা যত উৎসাহী হই, অন্য ওয়েবসাইটের পাতায় লেখক বা আলোকচিত্রীকে উৎসাহ দিতে তার ততটা প্রতিফলন দেখিনা। একটিমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইট (ফেসবুক)-এ সামান্য প্রচার ছাড়া আর কোথাও তো আমরা বিজ্ঞাপন দিতে পারিনা, সার্চ-ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)-ও প্রায় কিছুই করা সম্ভব হয়নি এখনও, তাও আমরা যে কিছু পাঠক পেয়েছি, যাঁরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকেন নতুন সংখ্যা প্রকাশের জন্য, সেটাও কিন্তু কম পাওয়া নয়। আর অবশ্যই বলতে হবে আমাদের ছুটির সঙ্গী সেই লেখকদের কথা যাঁরা আর্থিক রোজগারের আশা ছাড়াই লেখা পাঠিয়ে যাচ্ছেন নিয়মিতই। আগামী দুটি সংখ্যার জন্য তো লেখা এখনই জমে আছে সম্পাদকের কাছে। উজ্জ্বলবাবু, যদি প্রতি মাসেই পত্রিকা প্রকাশ করতে পারতাম তাহলে খুবই ভাল লাগত আমাদেরও। বুঝতে পারি আপনারা অপেক্ষা করে আছেন, কিন্তু একটা সংখ্যার অধিকাংশ লেখা কম্পোজ করা, তারপর সবগুলি সম্পাদনা করা, উপযুক্ত ছবি জোগাড় করা এই সবেই অনেকটা সময় লেগে যায় - এরপর ওয়েবসাইটের ফরম্যাটে কোড বদলে বদলে লে-আউট সাজানোর বেশ কিছু টেকনিক্যাল কাজ থেকে যায়। তাই বছরে তিনটি সংখ্যা প্রকাশ থেকে বাড়িয়ে দ্বিতীয় বছর থেকেই চারটি সংখ্যা প্রকাশ শুরু করলেও তার থেকে বেশি আর কিছুতেই ছুটি বের করে উঠতে পারছি না আমরা ডাল-ভাত জোগাড়ের দৈনন্দিন জীবনযাপনের ফাঁকে।
- আমাদের ছুটি [2015-06-03]
Eta hayto sotti, amaro tai mone hay. Tabe Damayanti o Ratnadipke sab kaj kore ei byaparta samlate hay. Damayanti khub asustho o bate. Tai ektu asubidha roei jay. Pathokder jodi parar agroho thake, patrikar proti bhalobasa o tan thake, ar sabai Amaderchhutir family member eta jodi mene nebar ichchha thake, tahole kono samosya e samosya thake na. Amarto tai mone hay, tabu ei byapare apni oder sathe ektu katha bolte paren.Ektu manie nin please.
- Subir Kumar Roy [2015-06-02]
Subir babu. Asole pathoker sankhya komeni. porer sonkhyar jonyo onekdin dhore dhairjo dorte hoi. jodi sonkhyaguli aro frequently prokashito hoto, tahole mone hoy pathoker sankhya barto. Dhanyabaad. :)
- Ujjal Dutta [2015-06-02]
Madhumita Chakraborty Guha, Ami jantam apni somay kore lekhata thik porben o matamat janaben. Ami majar manush kina janina, tabe akta upolobdhi hoechhe je sab bandhura fan holeo sab fanera bandhu hay na ba bandhu thakena. Kono din dakha hole amio khub khushi habo. Tabe bayos hochchhe, shorir o bhalo nay, se sujog asbe kina sandeho achhe. Bhalo thakben.
- Subir Kumar Roy [2015-06-01]
উজ্জলবাবু, আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে এবারের সংখ্যায় পাঠকের বেশ অভাব বলে মনে হচ্ছে। পরের সংখ্যাগুলো পড়ে দেখার, ও মতামত জানাবার অনুরোধ রইলো। ভালো থাকবেন।
- সুবীর কুমার রায়। [2015-06-01]
valo valo khub valo....subir babu ami apnar fan..lekha pore mone hoy apni besh mojar manush...apnar sathe kakhono sakkhat hole khub khusi hobo..
- Madhumita Chakraborty Guha [2015-06-01]
Daarun laaglo. Mone holo abaar pouchhe gechhi oi shworgiyo oncholguli te... abaar je kobe jaabo ?...
- Ujjal Dutta [2015-06-01]
আমি আপনার মতামতের অপেক্ষায় ছিলাম। একশত লাইকের থেকে একটা মতামতের মূল্য, তা ভালো বা খারাপ যাই হোক না কেন, আমার কাছে অনেক বেশী। আগামী পর্বগুলোও আপনার ভালো লাগবে কথা দিতে পারি। সমস্ত দেশ ব্যাপী ভয়ঙ্কর বন্যার পরে জায়গাগুলো ঘুরতে যাওয়ায় খরচা, কষ্ট, পায়ে হাঁটার পরিমান অনেক বেশী হয়। ফিরে এসে অভিজ্ঞতার কথা লেখা, ও এত বছর পরে তা নিজ হাতে টাইপ করে পত্রিকায় পাঠানোর একটাই উদ্দেশ্য, সকলের সাথে ঘোরার আনন্দ ভাগ করে নেওয়া। কিন্তু চব্বিশ হাজার সভ্যের চব্বিশজনও পড়ে বলে মনে হয় না। যদিও লাইক করেন তার দ্বিগুণ বা তিনগুণ। আসলে আমরা বোধহয় ছবি দেখতে ভালোবাসি, লেখা পড়তে নয়। ভালো থাকবেন।
- সুবীর কুমার রায়। [2015-05-29]
আজ লেখাটা পড়লাম। সাধারণত্বই এই রচনার অসাধারণত্ব এ কথা আগেই বলা হয়ে গেছে। প্রকৃতির বর্ননার থেকে অনেক বেশি বেশি করে আপনি যে আপনাদের ঘটমান অতীতটাকে এতো জীবন্ত তুলে আনছেন, তাতে আমরাও যেন সামিল হয়ে গেছি কবেই। আগেরবারের মতোই এবারেও আগামী পর্বের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
- Kanchan Sengupta [2015-05-29]