আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
আপনার নাম -
ই-মেল আই.ডি.-
আপনার মন্তব্য -
সিকিউরিটি কোড -
অসাধারন লাগল আপনার লেখা। সত্যি হিমালয়ের প্রেমের কোন নিয়ম নেই। আপনার লেখার ইনফরমেটিভ দিকটাও খুব নিয়মনিষ্ঠ। ভালো থাকুন। আর আমাদের মতো হিমালয়ের পদযাত্রীদের অনুপ্রাণিত করতে থাকুন।
- Abhisek Bandyopadhyay [2016-01-23]
সুমন্ত বাবু, আপনার মতো মানুষরা আমার অধরা ফ্যান্টাসি। আমি আপনাদের মতো হতে চাই...পারি না। 'আমাদের ছুটি' তেই এমনই কিছু হিরোদের খোঁজ পাই মাঝে মাঝে। তাঁদের লেখার মাধ্যমে তাঁরা আমাদের এই সপাট জীবন-যাপনের খানিক আভাস দেন, আমরা পুলকিত হোই। এই লেখাটিও সেইসব চমকের একটি। খুব ভালো লাগল। লাখো শুভেচ্ছা রইল আপনার যাযাবরপনার দীর্ঘায়ু কামনা করে।
- Kanchan Sengupta [2015-12-29]
লেখাটা পড়তে পড়তে কখন যেন চলে গেছিলাম পাহাড়ি পথ পেরিয়ে, ঝিঁঝিঁপোকার ডাক শুনতে শুনতে, গা ছমছমে শ্মশানের কাছে ছোট্ট গৌন্দার গ্রামে। তক্তোপোষ পাতা, জামাকাপড় ঝোলানো ঘরে রাত কাটিয়ে যখন আপনি পাথুরে পথ ধরে ব্রিজ পেরিয়ে বানতোলির কাছে মদমহেশ্বরের গঙ্গায় পৌঁছন, নিজের অজান্তেই কখন যেন সেখানে পৌঁছে গেছি সেই নদীতীরে। পরিষ্কার নীল আকাশের নিচে একপাশে তুষারঢাকা হিমালয় ও অন্য পাশে পাহাড়ি দেওয়ালের মাঝে বিস্তীর্ণ উপত্যকায় আমার কানেও ভেসে এসেছে "ওঁ শান্তি" মন্ত্র। শিবানন্দজি ও দিদির চোখের জল আপনার সাথে আমার মত পাঠকের মনকেও নাড়া দিয়ে যায়। এই যাত্রায় হয়তো আপনি ছিলেন একা, কিন্তু আপনার লেখার গুণে আপনার অলক্ষ্যেই অসংখ্য পাঠক সঙ্গী হয়েছে আপনার পথে।
- সুদীপ্ত [2015-12-28]
ei router lekha age porini, tai notunotto amar kache, lekha shochchondo . pore bhalo laglo. bhalo thakben.
- suvra mitra [2015-12-26]
লেখা ও ছবি দুইই সুন্দর । শুভেচ্ছা ও নমস্কার নেবেন ।
- Shyamalendubikas Sarkar [2015-12-21]
সুমন্ত বাবু , লেখাটা দুবার করে পড়লাম , কারণ আমার পরবর্তী যাত্রা এই জায়গাতেই , ইচ্ছে আছে আগামী ২০১৬ তে মদমহেশ্বর ও তুঙ্গনাথ যাত্রা করার । লেখাটা পড়ে অনেক উপকার হলও । আমার ও আপনার মতই একা একা চলার নেশা । দেখা যাক কি হয় । লেখাটার সাথে সাথে অসম্ভব ভালো ছবির জন্য আরেকটা ধন্যবাদ আপনার পাওনা । ভালো থাকবেন ।
- Subhranil Dey [2015-12-14]
khub sundor lekha o chobi..
- ABHRA [2015-12-11]
Lekha ta pore khub bhalo laglo. Ami 2012 te gechilam. Purono smriti mone porchilo barbar.
- Sudip Chatterjee [2015-12-10]
খুব ভালো লাগলো।
- সুবীর কুমার রায়। [2015-12-06]
অসাধারণ
- বিমান ঘোষ রায় [2015-12-05]