আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
আপনার নাম -
ই-মেল আই.ডি.-
আপনার মন্তব্য -
সিকিউরিটি কোড -
@Kanchan Sengupta, @Suvra Mitra... Anek dhonyobad. Nije berate valobasi bole sobai ke utsaho dite valo lage :-)
- পর্ণা সাহানা [2017-04-17]
আমি অনেকদিন আগেই পড়েছি। অফলাইন। মতামত দিতে দেরী করে ফেললাম। 'খুব ভালো' তে মতামত দিয়েছি। পর্না, আপনার লেখাটা যেমন পথের কষ্ট সম্বন্ধে পাঠকদের অবহিত করছে দায়িত্ব নিয়ে, তেমনই প্রতি পদক্ষেপে লেখাটা আমাদের উস্কে চলেছে, "ওসব কষ্ট গলে জল হয়ে যাবে, একবার বেরিয়ে পড়ুন সুন্দরের টানে"। প্রতি ছত্রে ছত্রে যে আপনি আমাদের এভাবে উৎসাহ যুগিয়েছেন... যেন 'আমি পারলে আপনারাও পারবেন' এই মনোভাব সত্যিই বিরল। আমার খুব খুব খুব ভালো লেগেছে আপনার বেড়ানো এবং বেড়ানোর কাহিনি। পরের সংখ্যায় আপনার আরো লেখা থাকলে তাড়াতাড়ি পড়ে ফেলব।
- Kanchan Sengupta [2017-04-01]
ek kothai, opurbo. mon bhore porlam, ami jete parbona ei dhoroner trek e, she boyosh nei. tai shobar trekking kahini khub jotno kore pori, songi hoe jai.
- suvra mitra [2017-04-01]
@অভিষেক, তোকে আর কিছুই বলছি না, কারণ ধন্যবাদ দিলে নিজেই ছোট হয়ে যাব| @ঝুমা মুখার্জী, সুদীপ্ত - এই ট্রেকটা সত্যিই অসম্ভব সুন্দর| একবার হয়নি তো কি, সুযোগ তো আবার আসবে| আমি প্রথম ট্রেক বলে ভয় পেয়েছিলাম প্রথমে, কিন্তু প্রকৃতির রূপ কোনো কষ্ট বুঝতেই দেয়নি| অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনারা পড়েছেন, এটাই আমার প্রাপ্তি| @প্রবীর সাহানা - থ্যান্ক ইউ বাবা :)
- পর্ণা সাহানা [2017-03-21]
আমারও যাওয়ার কথা ছিল এই ট্রেকে, কিন্তু ওই যে কারফিউ, সব প্ল্যান ভেস্তে দিয়েছিল। এই লেখাটা পড়ে শশরীরে না হোক মানসভ্রমণটা তো সেরে নিতে পারলাম। খুব সুন্দর হয়েছে লেখাটা, প্রকৃতি আর সাহিত্যের সুন্দর সংমিশ্রণ। এই স্বপ্ন রাজ্যে পৌঁছাতে না পারার যন্ত্রণাকে সাহিত্যের সৌন্দর্যে ভুলিয়ে দেওয়ার জন্য লেখিকাকে অশেষ ধন্যবাদ।
- সুদীপ্ত [2017-03-19]
KHUB BHALO LAGLO, ARO BHRAMANKAHINI'R APEKSHAY THAKLAM...........
- PRABIR SAHANA [2017-03-19]
Khub valo laglo apnar bhramankahini.ichha thakle ei trek ta kore uthte parini.lekhati pore ichha aro jeno bere gelo.asankhya dhanyabad emon sundar lekha upahar debar janya.
- Jhuma mukherjee [2017-02-16]
অনেকদিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল, তোর লেখা পড়ে সেটা কয়েকগুণ বেড়ে গেলো। লেখাটা ঠিক "আপন মনের মাধুরী মিশায়ে" হয়েছে...ভীষণ ভালো। পরের লেখার অপেক্ষায় রইলাম।
- Abhisek Bandyopadhyay [2017-02-12]