আপনার মন্তব্য জানাতে ক্লিক করুন
bhraman kotha ,oitihasik tathyo o sahityo gune somwidhwo monkara kahini........besh bhalo laglo
- TATHAGATA MAJUMDAR [2015-03-31]
Descriptive. The pictures of Taj by Mr. Dasgupta are too good. Exactly I was also there in Dec 2014.
- Partha Sarathi Chattopadhyay [2015-03-18]
Besh bhalo laglo. Abar Fathepur Sikri niye lekha hok. Ota Taj-er theke0 besi interesting lage amar. Apnar bhasha-te ta porar janye apeksha korchi.
- ram patnaik [2015-03-01]
Erakom tathyasamriddha lekha amar khub bhalo lage.Taj-e ami giyechhi anekbar,prathambar chhara pratibar er soundarya upabhog korleo er nirmaner pichhaner raktakto kahini amay byathito korechhe.Samprati Burhanpurer kachhe Ahukhanay Mumtajer pratham samadhisoudhati nirjan aar bismrito dekhe aro kasto peyechhi.Aar ekta katha,bartamane Taj-er pashe Yamunar kalankito rup Taj-er soundarya anektai mlan korechhe,eta dekheo kasto peyechhi.Sundar lekhar janyo dhanyobad.Erakom aro oitihasik lekha pele khusi habo.
- Shyamalendubikas Sarkar [2015-02-14]
এবারের সংখ্যা শুরু হয়েছে 'তাজ' দিয়ে। শুরু থেকেই শুরু করেছিলাম। আমারই অক্ষমতা শেষ করতে পারিনি। অর্ধেক পথে অন্য লেখায় চলে গিয়েছি। যেতে গিয়েই আরো একবার 'তাজ' পথ আটকে দাঁড়ালো। এবারেরটা এই লেখাটা --- "তাজমহল - প্রেমে অপ্রেমে"...আমায় টানলো বেশি করে 'অপ্রেম'...আর লেখায় যখন আপনি তখন বিশ্বাস ছিল সেতারের অপ্রিয় তারগুলোতেও টান পড়বে... ঠিক তাই...যতটা চেয়েছিলাম তার অনেক বেশি পেলাম...আর পুরোটাই অত্যন্ত ব্যালেন্স্‌ড...টুপিটা তো আপনার সামনে অনেক দিন আগেই খুলে রেখেছি...আরো একবার কুর্ণিশ জানালাম এই সপাট লেখাটার জন্য...ওয়াহ্‌ তাজ!!!
- Kanchan Sengupta [2015-02-12]
amr TAJ darshaner kotha mone pore gelo...security check in er korakori jeno boddo barabari mone hoyechhilo amr.....r taj theke shirna kaya jamuna k dekhe mon kemon korechhilo....
- Madhumita Chakraborty Guha [2015-02-01]
মানস ভ্রম্ন হয়ে গেল।
- dr. Debprasad Majumder [2015-02-01]
ধন্যবাদ দিলীপবাবু।
- দময়ন্তী [2015-02-01]
লেখাটা ভ্রমণ না ইতিহাস না প্রেমকাহিনী, জানিনা কিন্তু অনবদ্য অসামান্য মনমুগ্ধকর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই প্রাপ্য এই অনন্য লেখাটার জন্য। আরো অনেক লেখা পড়ার আশায় অপক্ষা করছি।
- dilip pal [2015-01-30]
লেখাটা গত একবছর ধরে সম্পাদকীয় দপ্তরেই পড়ে ছিল, বার করার সুযোগ পাইনি। ভালো লাগছে মতামতগুলি পড়ে। আন্তরিক ধন্যবাদ সকলকে।
- দময়ন্তী [2015-01-28]
তাজমহল দেখবো বলে দীর্ঘকাল মনে মনে স্বপ্ন এঁকেছিলাম। কিন্তু নানান কারণে তা হয়ে উঠছিলো না। শৈশবে তাজের ইতিহাস জানার পর থেকেই ভাবতাম, কবে দেখবো তাজমহল! তাজ নিয়ে বিল ক্লিনটনের একটি মন্তব্য শোনার পর, এটি দেখার জন্য নিজের কাছেই যেন বিদ্রোহী হয়ে পড়ি। ক্লিনটন যখন আমেরিকার প্রেসিডেন্ট, তখন তিনি ভারত এসে-তাজ পরিদর্শনে যান। তাজ দেখে আসার পর ক্লিনটন দিল্লীতে একটি সংবাদ সম্মেলন করেন। ক্লিনটনের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। ক্লিনটন সাংবাদিকদের বলেছিলেন, ‘পৃথিবীতে দুই শ্রেণির মানুষ আছেন। এক শ্রেণি তাজমহল দেখেছেন, আরেক শ্রেণি দেখেননি।’ অবশেষে তাজ দেখলাম। সে এক অপূর্ব অভিজ্ঞতা! তোমার লেখাটি পড়ার পর আমার অনুভূতি হলো-আমি যেন তাজমলের সামনে দাঁড়িয়ে আছ। অসাধারন!! তাজ নিয়ে এমন লেখা আগে কখনও পড়েছি বলে মনে পড়ে না। আহমেদ রাজু, ঢাকা
- আহমেদ রাজু [2015-01-28]
অসাধারণ। তোমার তাজমহল দেখা সার্থক। তুমি যে কী লিখেছো, তা বোধহয় তুমি নিজেও জান না। তবে আমার মনে হয় লেখাটা শেষ করার পরে আর একবার লেখাটা নিয়ে তাজমহলে গিয়ে ছবি তুলতে পারলে, এটা আরও জীবন্ত হত। যাঁরা তাজমহল দেখেন নি. বা দেখার সুযোগ পাননি, তাদের দুঃখ ও আপসোস অনেকটাই লাঘব হত।
- সুবীর কুমার রায়। [2015-01-27]
সাবলীল লেখায় মুগ্ধ - একটানে পড়েছি সমস্তটা। ইতিহাস বড্ড ভাবায়, বড্ড ভুল ধরিয়ে দেয় ... কষ্টও দেয় ততটা। আমরা গিয়েছিলাম প্রায় কুড়ি বছর আগে। মিলিয়ে নিলাম... আর অনেকটা বাড়তি পেলাম উপহারে।
- Srabani Dasgupta [2015-01-27]
khub bhalo. kintu Shahjahan khub ektaa bhalo lok chhilen naa. khamataaye bose eman bhabe bhai bhaipo ke maarlen je or o mumtaj er uttarsuri byatita keu singhasane bosaar mata roilo naa.
- bappa [2015-01-27]
Darun lekha. Ei group ei amar tola ekti Tajer chhobi chhilo . seta niteo parten. Ota ebarer December ei tola. Lekhati khub sabolil hoyechhe. Aro chai. Dhonyobad.
- Partha Sarathi Chattopadhyay [2015-01-27]
বিশ্বাস করুন আর নাই করুন, লেখাটা পড়তে, পড়তে কেন জানি একটা পরিচিত লেখার গন্ধ পাচ্ছিলাম, ভাষার, বর্ণনার, জীবন বোধের এবং সর্বপরি, লেখার মাধুর্যতার! (যদিও দিদির লেখা, আমি তেমন পড়িনি, ওই একটু আধটু, যা বলার মত তেমন কিছুই না!)কিন্তু শেষে এসে যখন ছবিটা (লেখকের বা লেখিকার) দেখলাম, নিজের কাছেই, নিজে অবাক হলাম! চেনা লেখনীর গন্ধ বুঝতে পেরে! সাধুবাদ নিজেকেই! আর লেখনীকে, তেমন দেবার কিছুই নেই! কিছু মুগ্ধতার অনুভূতি ছাড়া!
- সজল জাহিদ [2015-01-27]