বিশ্বের নানান প্রান্তের চেনা-অচেনা ভ্রমণপ্রিয় মানুষ তাঁদের বেড়ানোর প্রিয় ছবিতে সাজিয়ে তুলছেন 'আমাদের ছুটি'র অ্যালবাম। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যালবামের ছবিগুলি শুধুমাত্র দেখার জন্য, ডাউনলোড করার জন্য নয়। 'আমাদের ছুটি' ছবিগুলিকে প্রদর্শন করছে এইমাত্র - এছাড়া ছবিগুলির উপর আর কোন অধিকার-ই 'আমাদের ছুটি' দাবি করে না। আলোকচিত্রীর ইচ্ছা হলে ছবিগুলি এখানে প্রদর্শনের পাশাপাশি অন্যত্র প্রকাশ করতেই পারেন। আমাদের এবিষয়ে কোন আপত্তি নেই। আপনার বেড়ানোর ছবি-ও পাঠাতে পারেন 'আমাদের ছুটি'র অ্যালবামের জন্য। তবে ছবি নির্বাচন ও প্রকাশের বিষয়ে 'আমাদের ছুটি' পরিচালক মণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত। বিশদ জানার জন্য ছবি/লেখা পাঠানোর নিয়ম দেখুন।
আলোকচিত্রীর নাম | জায়গার নাম | সম্পাদকের বাছাই |
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, ALL |