গুজরাট ও মহারাষ্ট্রের সীমানায় দমন গঙ্গা নদীর তীরে ৭০ টি গ্রাম নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি। মারাঠাদের হাত ঘুরে একসময় দীর্ঘকাল পতুর্গীজ শাসনাধীন ছিল এই এলাকা। আজও তার স্মৃতিচিহ্ন বর্তমান।
সিলভাসা (Silvasa)- পর্তুগীজ শব্দ সেলভা থেকে সিলভাসা নামের উৎপত্তি। দাদরা ও নগর হাভেলীর রাজধানী সিলভাসা শান্ত পরিচ্ছন্ন শহর। শহর জুড়ে নানান সুন্দর সুন্দর বাগিচা রয়েছে। সিলভাসায় দ্রষ্টব্য আওয়ার লেডি অব পিটি চার্চ, চিড়িয়াখানা, মিনি জু, ইন্দিরা গান্ধি উদ্যান, বানগঙ্গা লেক ও আইল্যান্ড গার্ডেন, বনধারা উদ্যান, বাল উদ্যান, মহাদেব মন্দির, বৃন্দাবন, মধুবন বাঁধ, থাডকেশ্বর প্রভৃতি। তবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যই সিলভাসার মূল আকর্ষণ।
যাওয়াঃ- নিকটতম রেলস্টেশন মুম্বই-সুরাট রেলপথে গুজরাটের বাপী। বাপী থেকে সিলভাসা যাওয়ার বাস ও অটো পাওয়া যায়। দূরত্ব ১৫ কিমি। পথে পড়বে দাদরা। বাস বা অটোয় সিলভাসার দ্রষ্টব্যগুলি বেড়িয়ে নেওয়া যায়।
থাকাঃ- সিলভাসায় সরকারি সার্কিট হাউস ও রেস্টহাউস আছে। খানভেল-এ রয়েছে ফরেস্ট রেস্ট হাউস। এছাড়া শহর জুড়ে বেশকিছু বেসরকারি হোটেল আছে। সিলভাসার এস টি ডি কোডঃ- ০২৬০।