মিজোরাম (Mizoram)
আইজল (Aizawl)- অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যই মিজোরামের বড় সম্পদ। ৩৭১৫ ফুট উচ্চতায় মিজোরামের রাজধানী আইজল শহরটি দেখলে প্রথম দর্শনে একথাই মনে হবে। মেঘ-পাহাড়ের লুকোচুরি খেলার সাক্ষী হয়েই কেটে যাবে সকালগুলো। ভার্টলং পাহাড়ের মাথায় আছে চিড়িয়াখানা আর ম্যাকডোনাল্ড পাহাড়ে মিজোরাম স্টেট মিউজিয়াম। আইজল থেকে ৮০কিমি দূরে পাহাড় জঙ্গলে ঘেরা তামদিল (Tamdhil) লেক। লোককথায় তামদিল-এর সৃষ্টি হয়েছিল এক বিরাট সর্ষে গাছ থেকে। ১৩৭কিমি দূরে ৭৫ফুট উচ্চ ভ্যানতোয়াং জলপ্রপাত। ২০০কিমি দূরে মায়ানমার সীমান্তে চাম্পাই শহর (Champhai)।
যাওয়াঃ- নিকটতম বিমানবন্দর আইজল। অসমের শিলচর থেকেও সড়কপথে সহজেই আইজল পৌঁছান যায় । মিজোরামে যেতে হলে ইনারলাইন পারমিট করাতে হয়।
থাকাঃ- আইজলে সরকারি ট্যুরিস্ট লজে বা বেসরকারি হোটেলে থাকা যায়। আইজলের এস টি ডি কোডঃ ০৩৮৯।
উৎসবঃ- মিজোদের বসন্তোৎসব চাপচারকুট মার্চ মাসের শেষে সাতদিন ধরে মহাসমারোহে পালিত হয়। মিজোদের আর দুটি প্রধান উৎসব হল আগস্ট-সেপ্টেম্বরে মিমকুট ও নভেম্বর-ডিসেম্বরে পলকুট ।