Home Page
Current Issue
Archive
Travel Plans
Trekking Routemap
Tips
Explore
Rail
Air travel
Other websites

Feedback



hit counters
hit counter

লোৎসে শৃঙ্গ জয়

বুধবার ১৭ মে, ২০১৭ - প্রখ্যাত বাঙালি পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ১৬ মে ২০১৭ বিকেল সাড়ে চারটে নাগাদ ৮৫১৬ মিটার উচ্চতাসম্পন্ন বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসের চূড়ায় পা রাখেন। এই শৃঙ্গ জয়ের সঙ্গে সঙ্গেই প্রথম অসামরিক ভারতীয় পর্বতারোহী হিসেবে ছয়টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ জয়ের অনন্য কৃতিত্বের অধিকারি হলেন এই বাঙালি। উল্লেখ্য বিগত প্রায় তিন বছর কোনও পর্বতারোহী এই অভিযানে সাফল্য অর্জন করতে পারে নি।

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

নমামি ব্রহ্মপুত্র উৎসব

শনিবার ১৮ মার্চ, ২০১৭ - ব্রহ্মপুত্রকে কেন্দ্র করে আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অসমের ২১ টি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে 'নমামি ব্রহ্মপুত্র' উৎসব। অসমের জনজীবনের প্রাণশক্তি এই নদকে কেন্দ্র করে অসমের সংস্কৃতির কথা তুলে ধরা হবে এই উৎসবে। উদ্বোধন করবেন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

দুবছর পর এভারেস্টে পা

বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ - প্রাকৃতিক দুর্যোগে পরপর দুবছর মাঝপথে বাতিল হওয়ার পর সফল হল এভারেস্ট অভিযান। নেপালের দিক থেকে আরোহন করে বুধবার এভারেস্টের শীর্ষে পা রাখেন ন জন শেরপা। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলন

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ - আগামী ১৯ এবং ২০ ডিসেম্বর শনি ও রবিবার জলঙ্গিতে (চোঁয়া পাড়া) বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলন উদযাপিত হবে। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বাউল ফকির সঙ্ঘের সভাপতি ও গবেষক অধ্যাপক শক্তিনাথ ঝাঁ।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

আই. এম. এফ. স্বর্ণপদক পেলেন বাঙালি পর্বত অভিযাত্রী

শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫ - পর্বতারোহণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রখ্যাত পর্বত অভিযাত্রী দেবাশিস বিশ্বাসের হাতে স্বর্ণপদক তুলে দিল ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন। সম্প্রতি মানাসলু জয় করার সাথে সাথে প্রথম ভারতীয় হিসেবে পাঁচটি আট হাজার মিটারের বেশি পর্বতশৃঙ্গ জয় করার অসামান্য কৃতিত্ব অর্জন করেন এই বাঙালি অভিযাত্রী। এছাড়াও পর্বতারোহণের প্রশিক্ষক ও ভ্রমণ কাহিনিকার হিসেবেও দেবাশিসবাবু বিশেষভাবে পরিচিত।

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

মানাসলুর চূড়ায় বাঙালি

শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫ - ৮১৬৩ মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ মানাসলুর শিখরে পৌঁছে নতুন নজির সৃষ্টি করলেন বাঙালি পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। ভারতীয় হিসেবে তিনিই প্রথম পাঁচটি আট হাজারেরও বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ অভিযান সম্পন্ন করলেন। এর আগেই তিনি মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা ও মাকালুর চূড়া স্পর্শ করেছেন। এছাড়াও ধৌলাগিড়িতেও তিনি আট হাজার মিটারের বেশি উচ্চতায় পা রেখেছিলেন। তুষারধ্বসের জন্য দূর্গম পর্বত হিসেবে মানাসলুর বিশেষভাবে পরিচিত। প্রতিকূল আবহাওয়া ও তুষারঝড় উপেক্ষা করে ১ অক্টোবর সকাল পাঁচটায় তিনি পর্বতশিখরে পৌঁছন। এই অভিযানে তাঁর সঙ্গী ছিলেন পেম্বা শেরপা।  

------------------------------------------------------------------------------------------------------------------------------------

চাঁদের পাহাড়ে বাঙালি অভিযাত্রী

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫ – বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের কাহিনি “চাঁদের পাহাড়”-এর আকর্ষণে আফ্রিকার “মাউন্টেনস্‌ অফ দ্য মুন” নামে পরিচিত রোয়েনজোরি পর্বতমালার উদ্দেশ্যে রওনা দেন বাঙালি অভিযাত্রী ও ভ্রমণ কাহিনিকার অনিন্দ্য মুখোপাধ্যায়। ৪ সেপ্টেম্বর রওনা দিয়ে ৯ সেপ্টেম্বর তিনি রোয়েনজোরির সর্বোচ্চ পর্বত স্ট্যানলির অন্তর্গত ম্যোবিয়াসের চূড়ায় পা রাখেন। উগান্ডা ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সীমান্তে অবস্থিত রোয়েনজোরি পর্বতশ্রেণী এর সুবিস্তৃত হিমবাহের জন্য বিখ্যাত। এই হিমবাহ থেকেই আফ্রিকার বিখ্যাত নীল নদের উৎপত্তি, তাই বিগত এক শতকে এই বরফের স্তর উল্লেখযোগ্যভাবে কমে এলেও চাঁদের পাহাড়ের আকর্ষণ এখনও অমলিন। ১২  সেপ্টেম্বর, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জন্মদিনের প্রাক্কালে এই পর্বত অভিযান বাঙালিদের কাছে বিশেষ তাৎপর্যপুর্ণ।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

কেরালায় সর্বভারতীয় ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫ - ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ঘরানার ফটোগ্রাফি শিল্পকে একত্রিত করার পরিকল্পনা নিয়ে আয়োজিত হতে চলেছে "India Weaved in Frames" প্রতিযোগিতা ও প্রদর্শনী। এর্ণাকুলামে, কেরালা ললিতকলা অ্যাকাডেমির দরবার হল আর্ট গ্যালারিতে ২২ জানুয়ারি  থেকে ২৬  জানুয়ারি ২০১৬ প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। প্রদর্শনী থেকে পাওয়া অর্থ শিশুদের সাহায্যের জন্য ব্যয় করা হবে। প্রতিযোগীরা নিজের রাজ্যের কালচার,  ঐতিহ্য, স্থাপত্য, প্রকৃতি, উৎসব ও অন্যান্য যে কোন বিষয়ে ছবি পাঠিয়ে অংশগ্রহণ করতে পারেন।  ১৫ আগস্ট থেকে ২২ অক্টোবর ২০১৫ পর্যন্ত প্রতিযোগীরা নাম নথিভুক্ত করে ছবি পাঠাতে পারবেন। লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জানুয়ারি  ২০১৬ সংখ্যার ফটোগ্রাফি অনুচ্ছেদে প্রকাশিত হওয়ার জন্য অনুষ্ঠানটি ইতিমধ্যেই নির্বাচিত হয়েছে।

বিস্তারিত বিবরণ জেনে নিতে পারেন নিচের ওয়েবসাইট থেকে -

প্রতিযোগিতার নিজস্ব ওয়েবসাইট - www.iwif.in

উদ্যোক্তাদের অফিসিয়াল ওয়েবসাইট - www.immagine.co.in

------------------------------------------------------------------------------------------------------------------------------------

আই আর সি টি সি-র ই- টিকিট বুকিং-এর কিছু নিয়ম

শনিবার, ২৯ আগস্ট, ২০১৫ - ১) কোন ব্যক্তি এক সঙ্গে ৬ টির বেশি আসনের টিকিট কিনতে পারবে না, ২) কোন ব্যক্তি মাসে ১০ টির বেশি টিকিট কাটতে পারবে না, ৩) একাধিক পরিবার বা বড় গ্রুপের জন্য ই-টিকিট প্রযোজ্য নয়, ৪) মোট উনিশটি কোটার মধ্যে ই-টিকিটে কেবলমাত্র জেনারেল, সিনিয়র সিটিজেন, মহিলা ও তৎকাল কোটার টিকিট পাওয়া যায়, ৫) ব্রেক জার্নির জন্য ই-টিকিট প্রযোজ্য নয়, ৬) তৎকাল এসি টিকিট ট্রেন যাত্রার আগের দিন সকাল ১০টা থেকে এবং নন-এসি টিকিট সকাল ১১টা থেকে পাওয়া যাবে, ৭) অনুমোদিত এজেন্টরা নির্ধারিত সময়ের আধঘন্টা পর থেকে টিকিট কাটতে পারবে।

রেলের আরো কিছু জরুরি তথ্য -১) হেল্পলাইন নম্বর ১৩৮ সব সময়ের জন্য চালু থাকবে, ২) টোল ফ্রি নম্বর ১৮২ তে ফোন করে নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ জানানো যাবে, ৩) কাগজহীন ই-টিকিট সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে চলেছে, ৪) ট্রেনের যাত্রা শুরু ও গন্তব্যে পৌঁছানোর সময় এস এম এস করে যাত্রীকে জানানো হবে, ৫) ট্রেনটির নির্দিষ্ট যাত্রার দিনের ১২০ দিন আগে টিকিট পাওয়া যাবে, ৬) সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত লোয়ার বার্থ সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছে।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

আংশিক ভাবে চালু হল নেপাল পর্যটন

শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫ – উত্তর ও উত্তর-পূর্ব নেপালে অন্নপূর্ণা পর্বত সংলগ্ন অঞ্চল পর্বত অভিযাত্রী ও পর্যটকদের ভ্রমণের জন্য পুনরায় চালু করা হল। প্রসঙ্গতঃ ২৫ এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের জন্য নেপালে পর্যটন প্রায় তিন মাস বন্ধ রাখা হয়েছিল। নেপাল সরকার অনুমোদিত একটি সংস্থার পরিসংখ্যান অনুযায়ী অন্নপূর্ণা পর্বত সংলগ্ন অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে কম। এখানে মাত্র তিন শতাংশ গেস্টহাউস ক্ষতিগ্রস্থ হয়েছে যা সহজেই সংস্কার করা সম্ভব। সড়কপথের ক্ষতির পরিমান এক শতাংশেরও কম। তবে সবুজ সংকেত দেওয়া সত্ত্বেও সরকারের তরফ থেকে নেপাল পর্যটন শিল্পে বিপুল ক্ষতির আশঙ্কা করা হয়েছে।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

Showing 1 to 10 of 108.
Page :  1 2 3 4 5 6 7 8 9 10 11 »


Album

Live Traffic Feed

To view this site correctly, please click here to download the Bangla Font and copy it to your c:\windows\Fonts directory.

For any queries/complaints, please contact admin@amaderchhuti.com
Best viewed in FF or IE at a resolution of 1024x768 or higher