জঙ্গল সাফারির সময় কী করবেন/ করবেন না
অরণ্যে ঢোকার সময় পারমিট ও গাইড সঙ্গে নিন।
জন্তুজানোয়ারের শ্রবণশক্তি, ঘ্রাণশক্তি ও দৃষ্টিশক্তি আমাদের চেয়ে অনেক তীব্র। জঙ্গলে গিয়ে বন্যজন্তুর দেখা পেতে গেলে কয়েকটা ব্যাপার মনে রাখতে হবে –
- ভোরের দিকে বা বিকেলের দিকে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বেশি থাকে।
- হালকা রঙের পোষাক পরুন। কোনওরকম পারফিউম মেখে অরণ্যে বেড়াতে যাবেন না।
- জোরে কথা বা গল্পগুজবতো নয়ই, বরং যথাসম্ভব চুপ করে থাকার চেষ্টা করুন।
- মোবাইল সাইলেন্ট মোডে রাখুন। অন্য কোনওরকম আওয়াজ করবেন না।
- ধূমপান ও মদ্যপান করবেন না। আগুন জ্বালাবেন না।
- গাড়ির হর্ন বাজাবেন না, সামনের গাড়িকে ওভারটেক করার চেষ্টা করবেন না।
- গাইডের অনুমতি ছাড়া জঙ্গলের মধ্যে গাড়ি থেকে নামবেন না।
- সঙ্গে ছুরি-কাঁচি বা কোন অস্ত্র রাখবেন না। অস্ত্রবহন করা জঙ্গলের আইনে অপরাধ।
- পাখি ও অন্যান্য জন্তুজানোয়ার ভালোভাবে দেখার জন্য উচ্চমানের বাইনোকুলার সঙ্গে রাখুন। আর ছবি তুলতে রেডি রাখুন ক্যামেরা।
খেয়াল রাখুন
- জঙ্গলের গাছপাতা ছিঁড়বেন না।
- প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য পদার্থ যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট বিনে ফেলুন।
- জন্তুজানোয়ারের দেখা পেলে উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করবেন না বা তাদের বিরক্ত করবেন না।
- অরণ্যের মধ্যে খাওয়াদাওয়া করবেন না, তবে যথেষ্ট পরিমাণে পানীয় জল সঙ্গে রাখুন।
জঙ্গলে বেড়াতে গিয়ে বন্যপ্রানীর দেখা নাই মিলতে পারে, তার জন্য আফশোস না করে প্রকৃতিকে প্রাণভরে উপভোগ করুন।