Home Page
Current Issue
Archive
Travel Plans
Trekking Routemap
Tips
Explore
Rail
Air travel
Other websites

Feedback



hit counters
hit counter

ইন্দো-বাংলাদেশ অভিযাত্রীদের মাউন্ট নূন জয়

শনিবার, ২৫ জুলাই, ২০১৫ – ভারত ও বাংলাদেশের অভিযাত্রীদের যৌথ উদ্যোগে এক পর্বতারোহী দল ৭ জুলাই জম্মু-কাশ্মীরে অবস্থিত ৭১৩৫ মিটার উচ্চতাসম্পন্ন পর্বত মাউন্ট নূনের শিখর স্পর্শ করে। মাউন্ট এভারেস্ট বিজয়ী প্রখ্যাত পর্বতারোহী বসন্ত সিংহরায়ের নেতৃত্বে বাংলাদেশের পাঁচ অভিযাত্রী সহ পনেরো জনের একটি টিম মাউন্ট নূন অভিযানে রওনা দেয়। বসন্ত সিংহরায় ছাড়াও ভারতের বিশ্বনাথ সাহা, রোহিত মজুমদার, কৌশিক বিশ্বাস, অসীম কুমার মন্ডল ও বাংলাদেশের রিফ্‌ত হাসান মাউন্ট নূনের চূড়ায় পা রাখেন। 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

অরুণাচলের জিরোতে সঙ্গীত উৎসব

শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫ – অরুণাচল প্রদেশের জিরো গ্রামে ২৪ শে সেপ্টেম্বর থেকে ২৮ শে সেপ্টেম্বর  আয়োজিত হতে চলেছে “জিরো মিউজিক ফেস্টিভ্যাল”। এই অনুষ্ঠানে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন সঙ্গীত দল মুক্ত পরিবেশে নিজস্ব ঘরানার সঙ্গীত পরিবেশন করে। এছাড়াও অনুষ্ঠানের একটি বড় অংশ জুড়ে থাকে উত্তর-পূর্ব ভারতের প্রতিভাবান শিল্পীদের লোকসঙ্গীত। সরল আপাতানি অধিবাসীদের আতিথেয়তা সহজেই মন জয় করে। ধানক্ষেতে মাছচাষ এই গ্রামের বিশেষ আকর্ষণ। জিরো গ্রামটি হাপুলি শহরের কাছে গুয়াহাটি থেকে সড়ক পথে প্রায় সাড়ে চারশ কিলোমিটার দূরে। গুয়াহাটি থেকে বাসে লখিমপুরে পৌঁছে সেখান থেকে জিরো যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। তবে ট্যুরিস্টদের জন্য ইনারলাইন পারমিট বাধ্যতামূলক। অরুণাচল প্রদেশ সরকারের রেসিডেন্ট কমিশনারের অফিস থেকে এই পারমিট সংগ্রহ করা যায়।

যোগাযোগের ঠিকানাঃ

কলকাতা –

The Deputy Resident Commissioner

Govt. of Arunachal Pradesh

CE-109, Sector 1, Salt Lake City, Kolkata

Tel: 033-23341243/ 23589865

 

গুয়াহাটি –

The Deputy Resident Commissioner

Govt. of Arunachal Pradesh

GS Road, Rukminigaon, opposite Manasa Mandir

Dispur, Guwahati -781021

Tel: 0361- 2412859/2416720/ 2412859

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ইউনেস্কোর তালিকায় হিমাচল জাতীয় উদ্যান

বুধবার, ২৫ জুন, ২০১৪ - হিমাচলপ্রদেশের কুলু জেলায় অবস্থিত ‘দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক’ ইউনেস্কোর জাতীয় ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হল।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ভ্রমণ বাংলাদেশ-এর উদ্যোগে এভারেস্ট ডে পালন

বুধবার, ২৮ মে, ২০১৪ -   বাংলাদেশের ঢাকার শাহবাগের চারুকলা ইন্সটিটিউটের বিপরীতে 'ছবির হাটে' ২৯ মে, এভারেস্ট দিবস পালনের আয়োজন করেছে বাংলাদেশের  অ্যাডভেঞ্চার জগতের অন্যতম ক্লাব  'ভ্রমণ বাংলাদেশ'। এবছর এভারেস্ট অভিযান পরিচালনা করার সময় তুষারধসে নিহত ১৬ জন শেরপার স্মৃতির উদ্দেশ্যেএই দিনটি উৎসর্গ করা হয়েছে। এদিন তরুন প্রজন্মের জন্য থাকছে এভারেষ্ট বিজয়ী বাঙালিদের ছবি, পর্বতারোহণ বিষয়ক বই, পর্বতারোহ্ণের সরঞ্জাম প্রদর্শনী, পর্বতারোহীদের মিলনমেলা, পর্বতারোহণ প্রশিক্ষণ গ্রহণকারীদের পরস্পরের পরিচিতি ও অভিজ্ঞতা বিনিময়, অ্যাডভেঞ্চার বিষয়ক প্রশ্নোত্তরপর্ব, সন্ধ্যায় পর্বতারোহণ বিষয়ক মুভি ও ডকুমেন্টরি। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৫৩ সালের ২৯ মে স্যার এডমন্ড হিলারী এবং শেরপা তেনজিং নোরগে  প্রথম এভারেস্ট জয় করেন । ১৯৮৬ সালে তেনজিং নোরগে এবং ২০০৮ সালে স্যার এডমন্ড হিলারী মারা যাবার পর তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেপাল সরকার এই দিনটিকে 'এভারেস্ট ডে' হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ২০০৮ সালে বিশ্বব্যাপী প্রথমবার এভারেষ্ট দিবস পালন করা হয়।  'ভ্রমণ বাংলাদেশ' ২০০৮ সাল থেকে বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করছে।
 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

বিশ্বের সর্ব কনিষ্ঠ মহিলা হিসেবে এভারেস্টে পা ভারতীয় কন্যার

মঙ্গলবার, ২৭ মে, ২০১৪ - বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে ২৫ মে সকালে এভারেস্ট জয় করলেন অন্ধ্রের ১৩ বছরের কিশোরী মেয়ে মালাবত পূর্ণা। মালাবতের সঙ্গেই এদিন এভারেস্টে পা রেখেছে একই স্কুল 'অন্ধ্রপ্রদেশ সোশাল ওয়েলফেয়ার এডুকেসন সোসাইটি' -র আর এক ছাত্র ১৬ বছরের সাধনপল্লি আনন্দকুমার। স্কুলের উদ্যোগেই এই এভারেস্ট অভিযান।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

এভারেস্ট-মাকালুর শীর্ষে বাঙালি

মঙ্গলবার, ২৭ মে, ২০১৪ - চিনের দিক থেকে নর্থ কল দিয়ে ২৫ মে সকাল ৯টা ১০ মিনিটে এভারেস্ট জয় করলেন দুই বাঙালি অভিযাত্রী পশ্চিমবঙ্গের দেবব্রত মুখোপাধ্যায় ও বিপ্লব বৈদ্য। অসামরিক উদ্যোগে উত্তরের পথে এই প্রথম এভারেস্ট জয় বাংলার। একই দিন সকাল ৬টা ৩০ মিনিটে মাকালু শৃঙ্গ জয় করেন বাংলার খ্যাতনামা অভিযাত্রী দেবাশীষ বিশ্বাস।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

কাঞ্চনজঙ্ঘার শীর্ষে প্রথম দুই বাঙালি মেয়ে

বুধবার, ২১ মে, ২০১৪ – ১৮ মে সকাল ৯টা নাগাদ পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শিখর ছুঁলেন চার বাঙালি। এই প্রথম বাঙালি মেয়ের পা পড়ল কাঞ্চনজঙ্ঘার শিখরে। এভারেস্ট অভিযানের পর এবার কাঞ্চনজঙ্ঘাও জয় করলেন পশ্চিমবঙ্গের টুসি দাস এবং ছন্দা গায়েন। সঙ্গী ছিলেন এভারেস্টজয়ী দীপঙ্কর ঘোষ এবং রাজীব ভট্টাচার্য। ‘আমাদের ছুটি’-র পক্ষ থেকে অভিযাত্রীদের অভিনন্দন জানাই।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ভারতীয়দের লাদাখের বেশ কিছু জায়গায় ভ্রমণের জন্য ইনারলাইন পারমিট আর লাগবে না

বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪ – জম্মু-কাশ্মীর সরকারের তরফে গত ২৪ এপ্রিল একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখন থেকে ভারতীয় পর্যটকদের লাদাখের বেশ কিছু জায়গায় ভ্রমণের জন্য ইনারলাইন পারমিট লাগবে না। ভারতীয় পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ সরকারি বা আধাসরকারি দপ্তরের অনুমোদিত ছবি সম্বলিত পরিচয়পত্র/প্যান কার্ড/আধার কার্ড/রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদিত স্মার্ট কার্ড/ ভোটার আই ডি কার্ড-এর যেকোনটিই ভারতীয়দের ক্ষেত্রে ইনার লাইন পারমিট হিসেবে স্বীকৃত হবে নিম্নলিখিত রুটগুলিতে –

১) খালসে সাব-ডিভিশন (দ্রোকাপা এলাকা)

    খালসে-দোমখার-স্কারবুচান-হানুদো-বিয়ামা-দা

২) নায়োমা সাব-ডিভিশন

ক) লে-কারু-চাং লা-দুরবুক-তাংসে-লুকুং-স্প্যাংমিক-মান-মেরাক (প্যাংগং লেক)

খ) লে-উপসি-চুমাথাং-মাহে-পুগা-সোমোরিরি লেক-কোরজোক-লোমা বেন্ড

৩) নুব্রা সাব ডিভিশন

ক)লে-খারদুংলা-খালসার-হুন্ডার-তুরতুক-পাচাংথাং-ত্যাকশি

খ) লে-খারদুং লা-তীর্থ্ থেকে পানামিক

গ) লে-সাবু-দিগার লা থেকে খুংরু গোম্ফা – তাঙ্গিয়ার (শুধুমাত্র ট্রেকিং-এর জন্য)

তবে বিদেশি পর্যটকদের আগের মতই জেলা ম্যাজিস্ট্রেটের অফিস থেকে বিধি অনুযায়ী ইনার লাইন পারমিট সংগ্রহ করতে হবে।

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

এভারেস্টে দুর্ঘটনা

শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪ – শুক্রবার ভোরে এভারেস্ট অভিযানের ইতিহাসের অন্যতম বড় দুর্ঘটনায় অন্তত ১৩ জন শেরপা এবং পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন জখমও হয়েছেন। এভারেস্টের পথে ক্যাম্প-২ –এর কাছে খুম্বু আইসফল পার হওয়ার সময় ভয়াবহ তুষার ধ্বস নেমে এই দুর্ঘটনা ঘটে। তবে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া দশ জনের দলটি অক্ষত ও সুস্থ রয়েছেন।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

আগামী দুটি সংখ্যার জন্য লেখা ও ছবি পাঠান

বুধবার, ১৪ মে, ২০১৪ - 'আমাদের ছুটি' পত্রিকার আগামী দুটি সংখ্যার জন্য ১৫ জুন-এর মধ্যে বেড়ানোর লেখা ও ছবি পাঠান।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

Showing 11 to 20 of 108.
Page : « 1 2 3 4 5 6 7 8 9 10 11 »


Album

Live Traffic Feed

To view this site correctly, please click here to download the Bangla Font and copy it to your c:\windows\Fonts directory.

For any queries/complaints, please contact admin@amaderchhuti.com
Best viewed in FF or IE at a resolution of 1024x768 or higher