Home Page
Current Issue
Archive
Travel Plans
Trekking Routemap
Tips
Explore
Rail
Air travel
Other websites

Feedback



hit counters
hit counter

মানাসলু শৃঙ্গ অভিযান

রবিবার ১৬ অক্টোবর, ২০১১ - এভারেস্ট বিজয়ী বাংলাদেশের পর্বতারোহী এম. এ. মুহিত নেপালের মাউন্ট মানাসলু (৮১৬৩ মিটার) শৃঙ্গ জয় করলেন। ১২ অক্টোবর দুপুর ১২-৩০ টায় তিনি শিখরে পৌঁছান। এই অভিযানে তাঁর সঙ্গী ছিলেন বাংলাদেশের মহিলা পর্বতারোহী নিশাত মজুমদার।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

রক ক্লাইম্বিং কোর্স

রবিবার ১৬ অক্টোবর, ২০১১ -  কলকাতা ট্রেকার্স ইউথের ২৭তম রক ক্লাইম্বিং কোর্স আয়োজিত হচ্ছে ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বরে আগামী বছরের ৯-১২ জানুয়ারি। কোর্সের খরচ পড়বে মাথাপিছু ১০১২ টাকা (হাওড়া থেকে হাওড়া)। যোগাযোগঃ kolkatatrekkersyouth@gmail.com

------------------------------------------------------------------------------------------------------------------------------------

রাজস্থানে উৎসব

বুধবার ২৮ সেপ্টেম্বর, ২০১১ -  অক্টোবর-নভেম্বর মাসে রাজস্থান জুড়ে নানান উৎসবের পালা। ৪-৬ অক্টোবর কোটায় দশেরা উৎসব। আলওয়ারে ৪ ও ৫ অক্টোবর মৎস্য উৎসব। রাজপুত বীরদের স্মরণে যোধপুরে ১০ ও ১১ অক্টোবর মারওয়ার উৎসব। পুষ্করের বিখ্যাত পশু মেলা ও পুষ্কর উৎসব চলবে ২-১০ নভেম্বর।।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

স্তোক কাংড়ি পর্বত অভিযান

মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর, ২০১১ - কৃষ্ণনগর মাউন্টেনীয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা লাদাখের ৬১৯৩ মি. উঁচু স্তোক কাংড়ি পর্বত শিখরে আরোহণ করল গত ২৪ সেপ্টেম্বর। চার সদস্যের এই দল আগামী ২৮ সেপ্টেম্বর রওনা দিচ্ছে ৬২৫০ মি. উঁচু কাঙ্গিয়াৎসে পর্বত অভিযানে।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

বিশ্ব পর্যটন দিবস

মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর, ২০১১ - আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যাব (ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল)-এর সঙ্গে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মিলিত উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ফটক থেকে ছৌ নাচ, সানাই, সামরিক ব্যান্ড-সহ মিছিল বার হবে। থাকছে ঘুড়ি উৎসব-ও।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

মণিরাং শৃঙ্গ অভিযান

রবিবার ২৫ সেপ্টেম্বর, ২০১১ - গত ৮ সেপ্টেম্বর ‘ভদ্রকালী পদাতিক’-এর ৯ সদস্যের দল হিমাচল প্রদেশের কাজা-র কাছে ৬৫৯৩ মি. উঁচু মণিরাং পর্বতশিখরে পৌঁছাল। দলনেতা ছিলেন প্রসেনজিত মুখার্জি । সম্প্রতি এভারেস্টজয়ী দীপঙ্কর ঘোষ (পর্বতারোহণ নেতা) ও রাজীব ভট্টাচার্য দলের অন্যতম সদস্য ছিলেন।
-
মণিরাং অভিযানের ছবি -

------------------------------------------------------------------------------------------------------------------------------------

সিকিমে ভূমিকম্প

সোমবার ১৯ সেপ্টেম্বর, ২০১১ - রবিবার সন্ধ্যায় সিকিম-নেপাল সীমান্তে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পের রেশ ছড়িয়ে পড়ে বাংলাদেশ ও উত্তরবঙ্গেও। ১৮ জন মৃত এবং পঞ্চাশের অধিক মানুষ আহত হয়েছেন। সিকিমে বিভিন্ন জায়গায় বাড়িঘর, রাস্তা ভেঙে পড়েছে। ৩১-এ নং জাতীয় সড়ক আপাতত বন্ধ। পর্যটকরাও আটকে পড়েছেন। কলকাতায়-ও কম্পন অনুভূত হয়েছিল।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

বিশ্ব আলোকচিত্র দিবস

বুধবার ১৭ আগস্ট,২০১১ - বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ১৯ আগস্ট, ২০১১ কলকাতায় নন্দন চত্ত্বরে নন্দন – ১, ২ ও গগনেন্দ্র প্রদর্শ শালায় শুরু হচ্ছে আন্তর্জাতিক আমন্ত্রণ মূলক আলোকচিত্র প্রদর্শনী। উদ্যোক্তা ন্যাশনাল আকাদেমি অফ ফোটোগ্রাফি। প্রদর্শনী চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

‘শিল্প ভাবনা’ গোষ্ঠীর উদ্যোগে কলকাতায় বিড়লা আকাদেমির কাছে ৬০/১ রাজা বসন্ত রায় রোডে, বিকেল ৫ টায় আয়োজিত হবে আলোচনা সভা। বিষয় – ১) ফোটোগ্রাফি ও রবীন্দ্রনাথ ঠাকুর, ২) শিল্পকলার আলোকে সমকালীন ভারতীয় ফোটোগ্রাফির বর্তমান পরিস্থিতি - থার্ড আই গোষ্ঠীর সদস্যদের তোলা প্রাসঙ্গিক আলোকচিত্রের স্লাইড শো-ও থাকবে পাশাপাশি।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

নেপালে ইন্দ্র যাত্রা উৎসব

মঙ্গলবার ১৬ আগস্ট,২০১১ - আগামী ১১ সেপ্টেম্বর দেবরাজ ইন্দ্রের পূজা উপলক্ষে ইন্দ্র যাত্রা উৎসবে মেতে উঠবেন কাঠমান্ডুবাসী। দেবতা গণেশ, ভৈরব আর জীবন্ত কুমারী দেবীর রথের সঙ্গে ২ কিলোমিটার পথ হাঁটবেন ভক্তেরা। আড়াইশো বছরের-ও বেশী প্রাচীন এই উৎসবের সূচনা হয় কাঠমান্ডুর বিখ্যাত দরবার স্কোয়ারে।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

মধ্যপ্রদেশের অরণ্যে চিতার পুনর্বাসন

মঙ্গলবার ১৬ আগস্ট,২০১১ - বেশ কয়েক বছর আগেই ভারতের বন থেকে লুপ্ত হয়ে গিয়েছিল চিতা। সরকারি উদ্যোগে মধ্যপ্রদেশের শিওপুর জেলার পালপুর – কুনো অভয়ারণ্যে খুব শীঘ্রই শুরু হচ্ছে এ দেশে চিতার পুনর্বাসনের প্রক্রিয়া। চলতি বছরের ডিসেম্বর মাসে বা আগামী বছরের জানুয়ারির মধ্যেই নামিবিয়ার থেকে চিতা এসে পৌঁছাবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের অরণ্যমন্ত্রী শরতজ সিং। সম্প্রতি নামিবিয়া থেকে বিশেষজ্ঞের একটি দল ৩৪৪.৬৮৬ বর্গ কিলোমিটার ব্যপী এই অরণ্যে চিতা পুনর্বাসনের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে ইতিবাচক মত দিয়েছেন।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

Showing 81 to 90 of 108.
Page : « 1 2 3 4 5 6 7 8 9 10 11 »


Album

Live Traffic Feed

To view this site correctly, please click here to download the Bangla Font and copy it to your c:\windows\Fonts directory.

For any queries/complaints, please contact admin@amaderchhuti.com
Best viewed in FF or IE at a resolution of 1024x768 or higher