Home Page
Current Issue
Archive
Travel Plans
Trekking Routemap
Tips
Explore
Rail
Air travel
Other websites

Feedback



hit counters
hit counter

জলপথে প্রমোদতরীতে ভ্রমণ

শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪ – আজ থেকে সরকারি সহযোগিতায় এবং বেসরকারি উদ্যোগে শুরু হচ্ছে ‘রাজমহল’ প্রমোদতরীতে গঙ্গাপথে প্রতিদিন কলকাতা থেকে ফারাক্কা হয়ে পাটনা ভ্রমণ। ভ্রমণ পথে দেখানো হবে চন্দননগর, কালনা, নবদ্বীপ, পলাশী সহ বিভিন্ন ঐতিহাসিক জনপদগুলি। বিলাসবহুল এই রিভার ক্রুইজে মাথাপিছু খরচ পড়বে ১১ হাজার ৫০০ টাকা। চলতি মাসেই একটি বেসরকারি সংস্থার উদ্যোগে চালু হবে কলকাতা থেকে জলপথে প্রমোদতরীতে বেনারস ভ্রমণও।

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

দীঘায় সমুদ্র উৎসব

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ -  আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি দীঘায় তিনদিন ব্যাপী সমুদ্র উৎসব চলবে। উৎসব বসছে নিউদীঘায় পুলিশ হলিডে হোমের মাঠে। উৎসবের আয়োজক রাজ্যের পর্যটন ও নগরোন্নয়ন দফতর। তৃতীয় বছরে পা রাখল এই উৎসব। এবারের প্রধান আকর্ষণ ওড়িষার শিল্পী সুদর্শন পট্টনায়েকের বালি ভাস্কর্য। স্বনির্ভর গোষ্ঠী, রাজ্যের বিভিন্ন জেলা, পর্যটন ও মৎস সহ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের স্টল থাকছে উৎসবের মাঠে।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

অম্বিকা কালনা পর্যটন উৎসব, ২০১৪

শুক্রবার,৭ ফেব্রুয়ারি, ২০১৪ - আগামী ১৩-১৬ ফেব্রুয়ারি কলকাতা থেকে ৮২ কিলোমিটার দূরে ভাগিরথী নদীর তীরে মন্দির নগরী অম্বিকা কালনায় অনুষ্ঠিত হবে “অম্বিকা কালনা পর্যটন উৎসব – ২০১৪”। আয়োজকদের তরফ থেকে ভ্রমণপ্রেমী সব মানুষকে স্বাগত জানানো হয়েছে। এখানকার প্রধান আকর্ষণ টেরাকোটার কারুকাজ সমৃদ্ধ মন্দিরগুলি। দর্শনীয় ১০৮ শিবমন্দির, প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, পাঁচশো বছরের প্রাচীন জামা মসজিদ, পুরোনো চার্চ, শ্রীচৈতন্যের বাটী, রাজ বাটী প্রভৃতি।

বেড়াতে যাওয়ার আগে অম্বিকা কালনাকে ভালোভাবে জেনে নেওয়ার জন্য http://amaderchhuti.com/info/wb.php#kalna
http://amaderchhuti.com/albums/details.php?type=photographer&mid=45&pid=102
 

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

রাধানাথ শিকদার ও তেনজিং নোরগে পুরস্কার সফল বাঙালি এভারেস্টজয়ীদের

  মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩ - আগামী ৫ অক্টোবর দুপুর ১ টায় কলকাতার টাউন হলে বিশিষ্ট গণিতজ্ঞ এবং মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয়কারী রাধানাথ শিকদারের জন্মের দ্বিশতবর্ষ উদযাপনের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ বিভাগ। এদিন এভারেস্টজয়ী আট বাঙালি পর্বতারোহীকে ‘রাধানাথ শিকদার ও তেনজিং নোরগে’ পুরস্কারে ভূষিত করা হবে।  প্রাপকরা হলেন  বসন্ত সিংহ রায়, দেবাশীষ বিশ্বাস, দীপঙ্কর ঘোষ, রাজীব ভট্টাচার্য, ছন্দা গায়েন, উজ্জ্বল কুমার রায়, দেবদাস নন্দী ও টুসি দাস। সম্মানিত করা হবে মাউন্ট মণিরাং ও মাউন্ট পাপসুরার সফল অভিযাত্রীদেরও।  

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

রেল টিকিটের নতুন অ্যাপ

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩ - ভারতীয় রেল ক্যাটারিং ও পর্যটন নিগম (আই আর সি টি সি) ও মাইক্রোসফট-এর যৌথ উদ্যোগে তৈরি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগামী দিনে স্মার্ট ফোন ও কম্পিউটার থেকে আরও সহজে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

পর্বতারোহী বসন্ত সিংহরায়কে সংবর্ধনা

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩ - “তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড” জয়ী পর্বতারোহী বসন্ত সিংহরায়কে আজ সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে সম্বর্দ্ধনা জানালো মাউন্টেনিয়ারস অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর। গত ৩১ অগস্ট খেলাধুলার অন্যান্য জাতীয় পুরস্কারের পাশাপাশি অ্যাডভেঞ্চারের সর্ব্বোচ্চ এই পুরস্কারটি তুলে দেওয়া হয় বসন্ত সহ ছ’জনের হাতে। প্রথম দুজন অসামরিক বাঙালি এভারেস্টজয়ীর মধ্যে অন্যতম বসন্ত সিংহরায় কাঞ্চনজঙ্ঘা, শিবলিঙ্গ সহ বহু পর্ব্তারোহণ করেছেন। এদিন সন্ধ্যায় তিনি সাম্প্রতিক ধৌলাগিরি অভিযানে তুষারঝড়ের কবলে পড়ে ফিরে আসার রুদ্ধশ্বাস কাহিনি শোনালেন উপস্থিত দর্শকদের।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

অরুণাচলে পাখি উৎসব

 মঙ্গলবার, ৩ সেপ্টেম্বরঃ অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার ঈগল নেস্ট অভয়ারণ্যে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে “পাখি উৎসব”। সম্প্রতি এ কথা ঘোষণা করেছে সে রাজ্যের বন দপ্তর। ওই অভয়ারণ্যে ধনেশ, হেরন, কালো সারস, বাজ, ঈগল, পেঁচা, কোয়েল ইত্যাদি প্রায় ৪৫০ প্রজাতির পাখি এবং ১৬৫ রকমের প্রজাপতি রয়েছে। এছাড়া জঙ্গলে দেখা মিলবে রেড পান্ডা, বাঘ, ভালুক, উল্লুক প্রভৃতি নানা প্রজাতির জীবজন্তুরও। 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

লঞ্চে রামকৃষ্ণ-সারদা-বিবেকানন্দ তীর্থভ্রমণ

 মঙ্গলবার, ৩ সেপ্টেম্বরঃ কলকাতার কাছাকাছি শ্রীরামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত জায়গাগুলি এবার ঘুরে নেওয়া যাবে এক লঞ্চেই। লঞ্চটি রোজ ফেয়ারলি প্লেস থেকে হাওড়া, বাগবাজার, বরাহনগর, বেলুড় হয়ে আদ্যাপীঠ যাবে। কিছুদিনের মধ্যেই দক্ষিণেশ্বরকেও এর সঙ্গে জুড়ে দেওয়া হবে। ২৮ অগস্ট থেকে চালু হল সরকারি এই পরিষেবা। 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

আগামী সংখ্যার জন্য লেখা ও ছবি পাঠান

 শনিবার, ৯ নভেম্বর, ২০১৩ - 'আমাদের ছুটি' পত্রিকার আগামী সংখ্যার জন্য ৮ ডিসেম্বরের মধ্যে বেড়ানোর লেখা ও ছবি পাঠান। 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

বাংলা ওয়েব সাহিত্য ও ভবিষ্যৎ - সেমিনারে ‘আমাদের ছুটি’

 শনিবার, ১০ আগস্ট, ২০১৩ - ইন্টারনেটে বাংলা ভাষা চর্চা, ওয়েব ম্যাগাজিন ও ব্লগজিন, প্রযুক্তি এবং ভবিষ্যৎ
বাংলা অকাদেমী,জীবনানন্দ সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে 'আমাদের ছুটি'
সময়ঃ ১২-ই আগস্ট, সন্ধ্যে ৬টা 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

Showing 21 to 30 of 108.
Page : « 1 2 3 4 5 6 7 8 9 10 11 »


Album

Live Traffic Feed

To view this site correctly, please click here to download the Bangla Font and copy it to your c:\windows\Fonts directory.

For any queries/complaints, please contact admin@amaderchhuti.com
Best viewed in FF or IE at a resolution of 1024x768 or higher