Home Page
Current Issue
Archive
Travel Plans
Trekking Routemap
Tips
Explore
Rail
Air travel
Other websites

Feedback



hit counters
hit counter

বঙ্গোপসাগর উৎসব

সোমবার, ২১ মে, ২০১২ - সেফ (SAFE) ও তার সহযোগী সংস্থাগুলি মিলিতভাবে আগামী ৮ ও ৯ জুন বাংলাদেশের কক্সবাজার সৈকতে বঙ্গোপসাগর উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশে এটিই প্রথম সৈকত উৎসব। অনুষ্ঠানে থাকছে সী-ফুড ফেস্টিভ্যাল ও সৈকত ম্যারাথন, বিচ সাইক্লিং, ক্লাসিক সার্ফিং চ্যালেঞ্জ, সৈকত পরিচ্ছন্ন রাখার অভিযান, ইত্যাদি নানান প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। ৩১ মে-র মধ্যে প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করতে হবে। আরও জানতে যোগাযোগ www.safe.org.bd

------------------------------------------------------------------------------------------------------------------------------------

\'আমাদের ছুটি\' -১-এ পা

সোমবার, ১৪মে, ২০১২ -

" ছুটির পাখিটা ছটফট করে রোজ
খাঁচায় বন্দি পালাতে পারে না তাই
দানাপানি তাকে যতই দাও না তুমি
পাখির কিন্তু ছুটির আকাশ চাই। "

দৈনন্দিন জীবনের মাঝে সেই আকাশটা খুঁজে নিতে শনিবার, ১২ মে সন্ধ্যায় কলকাতায় পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমির জীবনানন্দ সভাঘরে ‘আমাদের ছুটি’-র বন্ধুরা আড্ডায় বসেছিলেন। মঞ্চে উপস্থিত বাংলাদেশ ও বিবিসি-র প্রবীণ সাংবাদিক ঊর্মি রহমানের ছেলেবেলায় সুন্দরবনে থাকার গল্প দিয়ে শুরু হয়েছিল আড্ডা। তাঁর মুখেই শোনা গেল ভিসুভিয়াসের কোলের কাছে ‘লাস্ট ডেজ অব পম্পেই’ খ্যাত পম্পেই নগরী ভ্রমণের অভিজ্ঞতার কথা। কথাসাহিত্যিক মানব চক্রবর্তী শোনালেন তাঁর প্রিয় মোটরসাইকেল ‘ওয়াণ্ডার’-এর পিঠে চড়ে চেনা-অচেনা সহজ-দুর্গম পথে ভ্রমণ। তথ্যচিত্র পরিচালক সৌমিত্র দস্তিদারের কথায় উঠে এল মনিপুরের লোকতাক হ্রদের বুকে একটা অসাধারণ সূর্যাস্ত থেকে কলকাতার পথে হাঁটার কথা। আড্ডায় অংশগ্রহণ করে পর্বতারোহী দেবাশিস বিশ্বাস তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার থেকে শোনালেন নানান মণিমুক্তো। স্লাইড প্রদর্শনীতে ভদ্রকালী পদাতিকের সদস্য পর্বতারোহী সুব্রত দাস দেখালেন ‘মণিরাং অভিযান’-এর আলোকচিত্র। খ্যাতনামা ট্রেকার ও আলোকচিত্রী রতনলাল বিশ্বাস ক্যামেরায় উঠে এসেছিল কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত ‘হিমালয়ের হ্রদরাজি’। বন্ধুদের আগ্রহ ও উৎসাহে ‘আমাদের ছুটি’-র প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকল।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ভ্রমণ বিষয়ক আলোকচিত্র এবং পুস্তক প্রদর্শনী

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২ -কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় ‘ট্র্যাভেল রাইটার্স ফোরাম’ আয়োজিত ভ্রমণ বিষয়ক আলোকচিত্র এবং পুস্তক প্রদর্শনী শুরু হল আজ থেকে – চলবে ৩০ এপ্রিল, ২০১২ পর্যন্ত।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

অন্নপূর্ণা-১ শৃঙ্গ জয়

শনিবার, ২১ এপ্রিল, ২০১২ -অন্নপূর্ণা-১ (৮০৯১ মি.)-এর শিখরে পা রাখলেন মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের সদস্য বসন্ত সিংহরায় ও দেবাশিস বিশ্বাস। শুক্রবার সকালে তাঁরা শৃঙ্গে পৌঁছান। ২০১০ সালে প্রথম অসামরিক বাঙালি হিসেবে এভারেস্ট জয় ও ২০১১ সালে কাঞ্চনজঙ্ঘা আরোহণের পর অন্নপূর্ণা-১ –এর চূড়ায়-ও প্রথম বাঙালি তাঁরাই !

------------------------------------------------------------------------------------------------------------------------------------

গুজরাটে হরপ্পা সভ্যতার প্রাচীন জনপদের ধ্বংসাবশেষ আবিষ্কার

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২ - গুজরাটের কচ্ছে ভুজ থেকে উত্তর-পশ্চিমে খিরসারা অঞ্চলে হরপ্পা সভ্যতার একটি জনপদের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ববিদেরা। দেওয়ালঘেরা এই জনপদে মিলেছে কিছু বাড়ি ও একটি গুদামঘরের অস্তিত্ব। এছাড়াও ধ্বংশস্তুপ থেকে পাথরের তৈরি বেশ কিছু শিলমোহর, সোনা ও শাঁখের বালা, পাথরের মালা, খোঁড়ার যন্ত্রপাতি প্রভৃতি পাওয়া গেছে বলে জানিয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের বডোডরা মণ্ডলের অধীক্ষক জীতেন্দ্র নাথ। খিরসারা অঞ্চলে মাটির তলা থেকে পাওয়া উদ্ভিজ্জ উপাদানগুলির প্রাচীনতা দেখে অনুমান করা হচ্ছে যে আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে এই সভ্যতা গড়ে উঠেছিল।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ব্রহ্মপুত্রে প্রমোদতরীর যাত্রা সূচনা

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২ - ব্রহ্মপুত্র নদের বুকে এবার বেড়ানো যাবে আন্তর্জাতিকমানের প্রমোদতরীতে। ১০ এপ্রিল গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর উপস্থিতিতে এই রিভার ক্রুইজের সূচনা ঘোষনা করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী সুবোধ কান্ত সহাই। আগামী অক্টোবর মাস থেকে শুরু হবে ২৯ কেবিনের এম ভি মহাবাহু-র জলযাত্রা। গুয়াহাটি থেকে তেজপুর, বিশ্বনাথঘাট, মাজুলি, নিমাতিঘাট হয়ে ফের গুয়াহাটিতে ফিরবে তরী। পথে কাজিরাঙ্গা আর অসমীয়া গ্রামে খানিক ঘুরে নেওয়াও যাবে। কেবিন টিকিটের দাম ২২,৫০০ টাকা থেকে শুরু।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

দাঁতনে ষষ্ঠ এবং সপ্তম শতকের বুদ্ধমূর্তি উদ্ধার

শনিবার ৩১ মার্চ, ২০১২ - পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার দাঁতনের মোঘলমারি গ্রামের ধ্বংসস্তুপ থেকে আর্কিয়োলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রত্নতত্ত্ববিদেরা ষষ্ঠ এবং সপ্তম শতকে নির্মিত কয়েকটি বুদ্ধমূর্তি উদ্ধার করেছেন। কলকাতা থেকে ১৮০ কিলোমিটার দূরে ওডিশা সীমান্তে এই গ্রামটিতে ২০০৩ সাল থেকে খনন কার্য চলছে। এখনো পর্যন্ত মোট পাঁচদফা খনন কার্যে একটি বৌদ্ধমঠ ছাড়াও গৌড়ের রাজা শশাঙ্কের আমলে(৫৯০-৬২৬ খ্রীষ্টাব্দ) নির্মিত ৩৬০০ বর্গ মিটার বিস্তৃত নালন্দার মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠান আবিস্কৃত হয়েছে। খুব সম্ভব প্রাচীন বাংলার এটিই সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। এই দফায় খননকার্য ১০ মার্চ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রত্নদলটির দলপতি অশোক দত্ত। বুদ্ধমূর্তির পাশাপাশি বেশ কয়েকটি ধর্মচক্রও পাওয়া গেছে বলে তিনি জানান।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

অন্নপূর্ণা অভিযান

বুধবার ২১ মার্চ,২০১২ - এভারেস্ট ও কাঞ্চনজঙঘা শৃঙ্গজয়ী পর্বতারোহীযুগল বসন্ত সিংহরায় ও দেবাশিস বিশ্বাস আগামী এপ্রিল মাসে রওনা দিচ্ছেন মাউন্ট অন্নপূর্ণা (২৬৫৪৫ ফুট/৮০৯১ মিটার) জয়ের লক্ষ্যে।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

লোৎসে অভিযান

বুধবার ২১ মার্চ,২০১২ - আগামী ৪ এপ্রিল, ২০১২ সোদপুরের ‘বিয়াস’এবং শ্রীরামপুরের ‘অঙ্গন ছাড়িয়ে’ সংস্থার উদ্যোগে অভিযাত্রীদল বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে (২৭৯১৪ ফুট/৮৫১৬ মিটার) আরোহণের উদ্দেশে রওনা দিচ্ছেন। দলের অন্যতম সদস্য এভারেস্টজয়ী পর্বতারোহীদ্বয় - দীপঙ্কর বিশ্বাস ও রাজীব ভট্টাচার্য । এপার বাংলার প্রথম মহিলা অসামরিক পর্বতারোহী হিসেবে আট হাজারি শিখর ছোঁয়ার লক্ষ্যে সাথে আছেন সোমা ভট্টাচার্য-ও।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

কলকাতায় পর্যটন মেলা

সোমবার ৬ ফেব্রুয়ারি,২০১২ - ১০-১২ ফেব্রুয়ারি, ২০১২, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর উদ্যোগে বসছে ট্যুরিজম ফেয়ার।অংশ নেবেন বিভিন্ন রাজ্য পর্যটন সংস্থা,নানান হোটেল-রিসর্ট এবং সারা ভারত ও বিদেশের ট্যুর অপারেটররা। সকাল ১১টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত মেলাপ্রাঙ্গণ দর্শকদের জন্য খোলা থাকবে।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

Showing 61 to 70 of 108.
Page : « 1 2 3 4 5 6 7 8 9 10 11 »


Album

Live Traffic Feed

To view this site correctly, please click here to download the Bangla Font and copy it to your c:\windows\Fonts directory.

For any queries/complaints, please contact admin@amaderchhuti.com
Best viewed in FF or IE at a resolution of 1024x768 or higher