৯ম বর্ষ ২য় সংখ্যা
শ্রাবণ-ভাদ্র ১৪২৬
২০১১ সালে যখন আমরা দুজনে 'আমাদের ছুটি' ভ্রমণপত্রিকাটি আন্তর্জালে শুরু করি তখন এমন আরেকটিও ভ্রমণপত্রিকার ওয়েবসাইট ছিলনা। আজকে ২০১৯ সালে একাধিক ই-ভ্রমণপত্রিকা তো হয়েইছে এমনকী বিভিন্ন সাহিত্য বা শিশুদের পত্রিকার ওয়েবসাইটেও 'আমাদের ছুটি'র আদলে ভ্রমণকাহিনি প্রকাশিত হচ্ছে। এই দেখে আমরা যারপরনাই আনন্দিত।
'আমাদের ছুটি'-র চলার পথে আমরা অনেক বন্ধু লাভ করেছি। তাঁদের কেউ কেউ নিজেদের অমূল্য সময়ের কিছুটা 'আমাদের ছুটি'-কে দিয়ে সাহায্যের হাতও বাড়িয়েছেন। কিন্তু সমস্যার বিষয় এটাই যে লেখা ও ছবি এডিট করার ক্ষেত্রে এবং প্রত্যেকবার ম্যাগাজিনটিকে 'কোডে' সাজিয়ে আপলোড করার জন্য আমরা আর কাউকেই পাইনি। ফলে আমাদের ব্যক্তিগত অসুবিধা ও অসুস্থতা ইত্যাদির ক্ষেত্রে পত্রিকাটির প্রকাশ করা কখনও কখনও দুরূহ হয়ে পড়েছে। এযাবৎ পত্রিকা প্রকাশে সেভাবে দেরি না হলেও এই সংখ্যাটি প্রকাশে বিলম্ব হওয়ার জন্য পাঠকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের পরবর্তী প্রজন্ম যদি আগ্রহ নিয়ে এইসব কাজের দায়িত্ব নিতে এগিয়ে না আসেন তাহলে আমাদের দুজনের পক্ষে এই পত্রিকা আগামী দিনে নিয়মিত প্রকাশ করা বা আদৌ প্রকাশ করা কতদূর সম্ভব হবে তা জানিনা। অনেক লেখক-পাঠকই নিরাশ হচ্ছেন বুঝতে পারছি। তাঁদের জানাই,অনিয়মিতভাবে হলেও আমরা যতদিন সম্ভব পত্রিকাটি প্রকাশের চেষ্টা করে যাচ্ছি।
আপনারা পাশে থাকুন।
- দময়ন্তী দাশগুপ্ত
এই সংখ্যায় -
এক স্থুলকায় প্রৌঢ় ভদ্রলোক এতক্ষণ পেয়ালার মধ্যে গোঁফ ডুবিয়ে নিবিষ্টমনে চা পান কর্ছিলেন; এইবার পেয়ালাটা নামিয়ে রেখে, ভরাগলায় জিজ্ঞাসা কর্লেন - "কল্কাতা থেকে ঐ সাইকেল ক'রে কাশ্মীর পর্যন্ত যাবে?" "আজ্ঞে হ্যাঁ, আবার সাইকেলেই ফির্ব মনে কর্ছি।" "ঘাড়ে এ ভূত চাপ্ল কেন?" - শ্রী অশোক মুখোপাধ্যায়ের লেখনীতে "সাইকেলে কাশ্মীর ও আর্য্যাবর্ত্ত"র তৃতীয় পর্ব |
"আরেকটু এগোতে এল দেবপ্রয়াগ। আমাদের মধ্যে দেবজিৎ এই প্রথম আসছে উত্তরাখণ্ড। ওকে দেখে হিংসে হচ্ছিল। ও প্রথম দেবভূমির হাওয়া মাখছে। প্রথম দেখছে অনেক নীচের শ্যাওলা পড়া কাঠের জ্বালদেওয়া ধোঁয়া কুন্ডলি পাকিয়ে ছড়িয়ে যাচ্ছে সবুজের গায়ে।" |
~ আরশিনগর ~
~ সব পেয়েছির দেশ ~
চেনা-অচেনা হাম্পি – অপূর্ব চট্টোপাধ্যায় |
গোয়ায় বারবার – সুচন্দ্রিমা চৌধুরী |
~ ভুবনডাঙা ~
গোঁসাইকুণ্ড ট্রেক – পল্লব চক্রবর্তী | |
~ শেষ পাতা ~
ইচ্ছাপূরণের মুলকারখায় – গৌতম দে |
কোলভা সৈকত - দক্ষিণ গোয়া - আলোকচিত্রী রত্নদীপ দাশগুপ্ত
ভালো লাগলে জানান বন্ধুদের |
||