১০ম বর্ষ ১ম সংখ্যা
শ্রাবণ ১৪২৭
দীর্ঘদিন ঘরে বন্দী থেকে প্রাণ হাঁপিয়ে উঠেছে?
করোনার দিনগুলিতে ভ্রমণ – একেবারেই অসম্ভব কি?
বিশ্বজোড়া এই মহামারীর প্রকোপে যেসব শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম ট্যুরিজম। বহু মানুষের রুটি-রুজি জড়িয়ে রয়েছে এর সঙ্গে। হিরেন ছেত্রী, অর্জুন ছেত্রী, প্রসন্ন রাই-এর মতো পাহাড়ি গ্রামের মানুষগুলো আজ সবকিছু হারিয়েছেন। উত্তরবঙ্গের বিভিন্ন হোটেলে বা হোম স্টেতে কাজ করতেন এঁরা। যাঁরা হোটেল লিজ নিয়ে চালাতেন, তাঁরাও আজ চরম ক্ষতিগ্রস্ত। অনেক ট্যুর অপারেটর ব্যবসা ছেড়ে অন্য পেশা খুঁজছেন।
অতিপ্রাসঙ্গিক এই সমস্যাটি নিয়ে কথা হচ্ছিল নেচার ক্যাম্প রিট্রিটের সঙ্গে যুক্ত শৈবাল পাঠকের সঙ্গে। শৈবালের বক্তব্য, বেড়াতে গেলেই করোনা হয়ে যাবে সেকথা ঠিক নয়, সে তো বাড়ি বসেও কত মানুষই আক্রান্ত হচ্ছেন। উপযুক্ত স্বাস্থ্যবিধি এবং অন্যান্য সতর্কতা পালন করলে নি্শ্চিন্তে বেড়িয়ে আসা সম্ভব। আপাতত তো মানুষ নিজস্ব গাড়িতে যাবেন। সেইসব হোটেল বা গেস্টহাউসেই উঠবেন যেখানে স্বাস্থ্যবিধিসম্মত সব ব্যবস্থা আছে। লকডাউন কাটতে উৎসাহী কেউ কেউ বেরিয়েও পড়ছেন। পৃথিবীর নানাদেশে আবার পর্যটকের আনাগোনা শুরু হয়ে গেছে সাগরপাড়ে বা পাহাড়ের বাঁকে। ভারতে এখনো করোনার দাপট জবুথবু অবস্থা চললেও এ রাজ্যে কিছু কিছু ট্যুরিস্ট স্পটে সরকারি গেস্টহাউস আবার খুলে গেছে। আপাতত অন্যতম গন্তব্য সবুজে মোড়া ডুয়ার্স।
শৈবালেরা সহায়তা চান না, বরং ঘুরে দাঁড়াতে চান এই অসময়ে।
তবে সাবধান থাকতে হবে সবসময়ই। আর মনে রাখা ভালো, দশ বছরের নিচের শিশুদের এবং ষাটোর্দ্ধদের না বেরোনোই ভালো।
নিরাপদে কাটুক দিনগুলি। ঘরে-বাইরে সুস্থ থাকুন সকলে।
- দময়ন্তী দাশগুপ্ত
এই সংখ্যায় -
"কালকের রাস্তার শুষ্ক নীরস ভাব আজ কোথায় চ'লে গেছে। আবার রাস্তার পাশে পাশে চাষ আবাদ দেখা যেতে লাগল। পথের পাশে মধ্যযুগের ব্যারনদের ক্যাসলের মতন দু'টি প্রকাণ্ড দুর্গের ধ্বংসাবশেষ দেখা গেল।" - শ্রী অশোক মুখোপাধ্যায়ের লেখনীতে "সাইকেলে কাশ্মীর ও আর্য্যাবর্ত্ত"র পঞ্চম পর্ব |
"একটু এগিয়েই রাস্তা জঙ্গলের ভিতরে ঢুকল। হুট করে যেন অন্ধকার জ্বেলে দিল কেউ। সঙ্গে এক অদ্ভুত ঝিমধরা নিস্তব্ধতা। মনে হল কোন মহাজাগতিক পোর্টাল পেরিয়ে অন্য কোন ডাইমেনশনে পৌঁছে গেছি। ওয়াল্টার ডি লা মেয়ারের 'লিসনারস' এর সেই ট্রাভেলারটার কথা মনে পড়ে যাচ্ছিল।" |
~ আরশিনগর ~
শীতে গড়পঞ্চকোট - সঞ্চিতা হোড় |
~ সব পেয়েছির দেশ ~
বারাণসী ও এলাহাবাদ - তপন পাল |
~ ভুবনডাঙা ~
গিয়ংজু : সিল্লা রাজত্বের অন্দরে – সম্পত ঘোষ | |
~ শেষ পাতা ~
পানিবিটায় এক ঝড়ের রাত - মৈনাক সেনগুপ্ত |
পাহাড়ের ওপর থেকে সবুজে ঘেরা বগা লেকের দৃশ্য - আলোকচিত্রী এ.এস.এম. জিয়াউল হক
ভালো লাগলে জানান বন্ধুদের |
||